মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদছবি: সাবিনা ইয়াসমিন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী মার্চ মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আমাদের বৈঠক হবে। সেখানে পরীক্ষার তারিখ নির্দিষ্ট করা হবে। এসএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। এসএসসি পরীক্ষা শেষে মার্চের মাঝামাঝিতে তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হতে পারে।
ওই কর্মকর্তা বলেন, ‘তৃতীয় ধাপের পরীক্ষা গ্রহণের পরীক্ষার কেন্দ্রগুলোতে কথা বলা হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষা নেওয়ার জন্য আমাদের কাজ থেমে নেই। মার্চ মাসে রোজা শুরু হলে, রমজানের মধ্যেও পরীক্ষা নেওয়া হতে পারে।’
Comments
Post a Comment